
২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের কোনো সময়ই চিটাগংয়ের হুমকি হতে পারেনি রাজশাহী। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। বিশেষ করে চট্টগ্রামের দুই স্পিনার আরাফাত সানি ও আলিস আল ইসলামের ছোবলে কোমড় সোজা করে দাঁড়াতেই পারেনি এনামুল হক বিজয়ের দল।
রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন মোহাম্মদ হারিস। ১৫ বলে ২টি চার ও ৩ ছক্কার এই ইনিংসে চিটাগংকে যা একটু চোখ রাঙিয়েছিলেন পাকিস্তানি এই ক্রিকেটারই। চিটাগংয়ের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন সানি ও আলিস। ২টি করে উইকেট শিকার করে রাজশাহীর ইনিংসে ধস নামাতে সাহায্য করেছেন দুই পেসার শরিফুল ইসলাম আর মোহাম্মদ ওয়াসিমও।
এর আগে, কনশনে শীতের দুপুরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে উত্তাপ ছড়ান উসমান খান। চার-ছক্কার পসরা সাজিয়ে দুর্দান্ত এক শতক হাঁকান চিটাগং কিংসের এই পাকিস্তানি ব্যাটার। তাতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৯ রানের পাহাড়সম স্কোর গড়ে চিটাগং। ৪৮ বলে শতক হাঁকানো উসমান শেষ পর্যন্ত থেমেছেন ১২৩ রান করে। ৬২ বলের এই ইনিংসে ১৩টি চারের পাশাপাশি ৬টি ছক্কা হাঁকান তিনি। চলমান বিপিএলে এটিই কোনো ব্যাটারের প্রথম সেঞ্চুরি। আর বিপিএলে উসমানের দ্বিতীয় সেঞ্চুরি এটি। ২০২৩ সালে চট্টগ্রামেরই আগের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৮ বলে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
আজ সেঞ্চুরি করে বিপিএলে সর্বোচ্চ শতক হাঁকানো ব্যাটারদের তালিকায় দুইয়ে চলে এলেন উসমান। বিপিএলে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি করে ধরাছোঁয়ার বাইরে থেকে সবার ওপরে ক্রিস গেইল। উসমান ছাড়াও এই টুর্নামেন্টে ২টি করে সেঞ্চুরি আছে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার জনসন চার্লস, এভিন লুইস ও আন্দ্রে ফ্লেচারের। একমাত্র বাংলাদেশি হিসেবে বিপিএলে দুই সেঞ্চুরির মালিক তামিম ইকবাল।
টস জিতে এদিন চিটাগংকে ব্যাটিংয়ে পাঠান রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। শুরুতেই পারভেজ হোসেন ইমনকে ফিরিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দেন আগের ম্যাচে রেকর্ড ৭ উইকেট নেওয়া তাসকিন আহমেদ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে চট্টগ্রামকে শক্ত স্থানে নিয়ে যান উসমান ও গ্রাহাম ক্লার্ক। ৬৩ বলে ১২০ রান যোগ করেন এই দুজন। ১২১ রানের মাথায় ব্যক্তিগত ৪০ রান (২৫ বলে) করে আউট হন ক্লার্ক। তবে অধিনায়ক মোহাম্মদ মিথুনকে নিয়ে ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান উসমান।
শেষদিকে দ্রুত ৩ উইকেট হারালেও ২১৯ রানের বড় সংগ্রহ তুলে থামে চট্টগ্রাম। ১৫ বলে ২ চার ও ২ ছক্কায় ২৮ রানের কার্যকরী ইনিংস খেলেন মিথুন। চট্টগ্রামের আরেক পাকিস্তানি ব্যাটার হায়দার আলীয় ৮ বলে ১৯ রানের ক্যামিও-ও বড় স্কোর গড়তে সাহায্য করেছে।
চিটাগং রানের পাহাড় গড়লেও আজও বল হাতে দারুণ সফল তাসকিন আহমেদ। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। একটি করে উইকেট নিয়েছেন সোহাগ গাজী, শফিউল ইসলাম ও রায়ান বার্ল। রাজশাহীর বোলারদের মধ্যে তাসকিন আর সোহাগ ছাড়া সবার ইকোনমিই ছিল দশের ওপরে।