এবার মা ও ভাই-বোনের বিরুদ্ধে জিডি করলেন পপি

দীর্ঘদিনের আড়াল ভেঙে প্রকাশ্যে এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। বাবার ৬ কাঠা জমি দখলের চেষ্টার অভিযোগে পপির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন তার ছোট বোন ফিরোজা পারভীন। এবার মা ও ভাই-বোনের বিরুদ্ধে একই থানায় জিডি করলেন এ চিত্রনায়িকা।
আজ বৃহস্পতিবার জিডিটি করেন পপি। তার করা জিডির একটি কপি এসেছে আমাদের সময় অনলাইনের কাছে।
জিডির অভিযোগে জানা যায়, পপির মা ও ভাই-বোন তার কেনা জমি দখল করে রেখেছেন দীর্ঘদিন যাবত। একাধিক বার জমি ছেড়ে দেখার অনুরোধ করেও সমাধান হয়নি। বর্তমানে অভিনেত্রীর জমি দখল নিতে তাকে ভয় দেখানো হচ্ছে। পপির পরিবারের সদস্যরা বুধবার (৫ ফেব্রুয়ারি) সোনাডাঙ্গার শিববাড়ি এলাকায় পপির কেনা জমি খালি করে দেওয়ার কথা বলে তার জমির দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তিকে হুমকি দেয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category