
২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তান সিরিজের মধ্যে অনেকটা অভিমান থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন তামিম ইকবাল। পরদিনই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসর নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন এই ওপেনার। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ২ ম্যাচ খেলেন তিনি।
সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে, মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন তামিম। এরপর অনেকবারই তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার গুঞ্জন চলেছে। এবারের চ্যাম্পিয়নস ট্রফির আগেও শোনা গিয়েছিল, স্কোয়াডে থাকতে পারেন তামিম।
জাতীয় দলের সাবেক এই অধিনায়কের সঙ্গে বৈঠকও করে বিসিবি। বিষয়টি নিয়ে ভাবতে তাকে দেওয়া হয় সময়ও। তবে সব গুঞ্জন ও সম্ভাবনায় জল ঢেলে গত ১০ জানুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান তামিম।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট। সুযোগ পেলে বিভিন্ন দেশে হওয়া সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড লিগেও খেলার ইচ্ছা তার। এছাড়া প্রিমিয়ার লিগ ক্রিকেটেও খেলতে পারেন তিনি। যেহেতু জাতীয় দলে আর খেলবেন না, তাই তামিম ইকবালকে বিদায়ী সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
আগামীকাল বিপিএলের ফাইনালে চিটাগং কিংসের মুখোমুখি হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় সেই ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তামিমের হাতে বিদায়ী স্মারক তুলে দেবে বিসিবি।