শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
জাহিদুল হত্যার বিচারের দাবিতে বাকৃবিতে ছাত্রদলের মানববন্ধন আনন্দ টি‌ভির ব‌হিস্কৃত ডিএনই কর্তৃক এইচ,আর এড‌মিন‌কে হুম‌কি, থানায় জি‌ডি নানা অপকর্মের হোতা কে এই আওয়ামী লীগের নেতা জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা জানালেন শ্রম উপদেষ্টা শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করলে বিদেশ যেতে পারবেন না ১২ মালিক দেশমাতৃকার কল্যাণে সেনাবাহিনী সব সময় পাশে থাকবে: সেনাপ্রধান ঈদুল ফিতর উপলক্ষ্যে ঝিনাইদহে ৮২ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ কৃষিকন্যা হলের সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বাকৃবি উপাচার্য ঘুষ ছাড়া সেবা দেন না সেরেস্তাদার সমির কুমার বিশ্বাস,অভিযোগ ভুক্তভোগী জনগণের। বাকৃবির রোভার স্কাউটের ইফতার মাহফিল অনুষ্ঠিত 
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম বায়ান্নর বাংলাদেশ*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।Bayanarbangladesh@gmail.com
অন্তর্বর্তী সরকারে বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছেন: রিজভী
/ ৪৯ Time View
বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৬:০৬ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বিএনপি বিদ্বেষী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার পল্লবীতে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ড. ইউনূসের মতো আন্তর্জাতিক সম্মানিত মানুষ আজকের সরকার প্রধান হয়েছেন। তার কাছ থেকে সবসময় দেশের মানুষ ইতিবাচক দৃষ্টিভঙ্গি আশা করে। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরেও কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছেন। বিএনপি যদি কারো নামে সুপারিশ করে তাহলে উনারা খুব বিব্রত এবং ঈর্ষান্বিত হন। ঈর্ষান্বিত হয়ে সেটাকে তারা বাইপাস করার চেষ্টা করে। বিএনপি ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দলটির এমপিসহ অনেকেই নিরুদ্দেশ হয়ে গেছেন। এই গণতন্ত্রের লড়াইয়ে চ্যাম্পিয়নের পতাকা বহন করতে গিয়ে যিনি নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন তিনি বেগম খালেদা জিয়া, এটা তারা অনেকেই হয়তো ভুলে গেছেন।’

রিজভী বলেন, দেশে আইনের শাসন নিশ্চিত থাকলে মব সংস্কৃতি তৈরি হতো না। আইনশৃঙ্খলা বাহিনী ঠিকভাবে কাজ করছে না। এর ফলে ভয়ংকর পরিবেশ তৈরি হচ্ছে। বিষয়টির দিকে সরকারের নজর দেওয়া উচিত। সামাজিক অনাচার ভাঙার দায়িত্ব সরকারের।

রিজভী বলেন, অনেকের রক্তের বিনিময়ে বর্তমান সরকার এসেছে। তাদের মধ্যে স্বৈরাচারের কোনো বৈশিষ্ট্য যাতে না থাকে। নির্বাচিত সংসদ সংস্কার কাজ সম্পন্ন করবে। কিন্তু এই সরকার নির্বাচনের তারিখ ঘোষণায় বিলম্ব করছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সোনালী ব্যাংক রূপালী ব্যাংকসহ অনেক ব্যাংক খালি করে দিয়েছিল শেখ হাসিনা। অবশেষে তাকে ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তিনি মনে করেছিলেন, তিনি যতই অন্যায় অত্যাচার করুক না কেন, তার কিছুই হবে না। নিজের মতো করে আইন-শৃঙ্খলা বাহিনী সাজিয়েছিলেন। তার পাশে আছে ভারত, সেই ভারত তাকে প্রটেকশন দিবে সেই চিন্তা নিয়ে তিনি নিজেকে মনে করেছিলেন অমর। আল্লাহ যে একজন আছেন সেটা তিনি ভাবেননি। ভাবেননি বলেই তিনি নিজের দেশের মানুষের উপর অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালিয়েছেন। মানুষকে দমন করতে গিয়ে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করেছেন নির্বিচারে।

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের সময়ে মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারতো। চাঁদাবাজি রাহাজানি ছিনতাই বন্ধ হয়ে গিয়েছিল। এসব অনেক কারণেই জিয়াউর রহমান আজও সকলের কাছে জনপ্রিয়। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করা খাদ্যশস্য উৎপাদন করাসহ অনেক কাজ করেছেন। মানুষের জন্য ভালো কাজ করতে বেশি সময় লাগে না।

ইফতার বিতরণ অনুষ্ঠানে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category