
আজ মঙ্গলবার হায়দ্রাবাদ এলাকায় আত তাকওয়া জামে মসজিদ সংলগ্ন ঘোড়ার মাংস বিক্রি করা নির্ধারিত জায়গায় গাজীপুর জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মাংস বিক্রেতারা জানান, যখন থেকে প্রাণী সম্পদ কর্মকর্তার মৌখিক নির্দেশনা পেয়েছি, তার পর থেকে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ আছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন গাজীপুর জেলার অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জালাল উদ্দিন। সঙ্গে ছিলেন গাজীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. শাহিন মিয়া।
অভিযান পরিচালনার সময় জানানো হয়, ঘোড়ার মাংস বিক্রি ইতিমধ্যে নিষেধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসন ও জেলা পানিসম্পদ অফিসের নজরদারি চলমান রয়েছে।
প্রসঙ্গত, গত তিন-চার সপ্তাহ ধরে গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় অবাধে ঘোরার মাংস বিক্রি করা হচ্ছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ঘোড়ার মাংস কিনতে গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় আসেন।
ঘোড়ার মাংস বিক্রি নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ ঘোড়ার মাংস খাওয়াকে অরুচিকর বলে মন্তব্য করেন। এ বিষয়ে বিভিন্ন ওলামা-মাশায়েখের মধ্যেও রয়েছে ভিন্ন মত। বিষয়টি নজরে আনলে প্রশাসন ঘোড়ার মাংস বিক্রি নিষেধ করে দেয়।