পানিতে পড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে হাবিবা নামের চার বয়সী এক শিশু মারা গেছে। মঙ্গলবার (৬ মে) সকাল ১১টার দিকে উপজেলার দোহারো গ্রামে এ ঘটনা ঘটে। হাবিবা ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।
জানা যায়, সকালে বাড়ির পাশে খেলা করছিল শিশু হাবিবা।
এর কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। পরে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category