
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিতে সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে সকাল ১০টার দিকে শনিরআখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সন্ধ্যা পর্যন্ত তারা এই মহাসড়কটি অবরোধ করে রাখে। সন্ধ্যার দিকে পুলিশ অবরোধকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতে গেলে সংঘর্ষ বাঁধে। এরপর দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় টায়ার ও কাঠ জ্বালিয়ে বিভিন্ন স্থানে আগুন দেয়ার ঘটনা ঘটে। পরে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেয়া হয়।
শনিরআখড়ার বাসিন্দা গণমাধ্যমকে বলেন, সকাল থেকেই আন্দোলনকারীরা রাস্তা আটকে রাখে অবরোধ করে। কিন্তু সন্ধ্যায় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তা অলিগলিতে ছড়িয়ে পড়ে। এতে শনিরআখড়া থেকে কাজলা পর্যন্ত পাঁচটি স্থানে আগুন দেয়া হয়। এর মধ্যে ফ্লাইওভারের টোল প্লাজায়ও আগুন দেয়া হয়।