কোটা সংস্কার আন্দোলনকারী ১১২ জনের বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারী ১১২ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে ও আরও ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করেছে সদর মডেল থানা পুলিশ।
বুধবার (১৭ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। তবে নাম থাকা আসামিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
ওসি মো. মেহেদী হাসান জানান, দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এরপরই ১২ জনের নাম উল্লেখ করে ও ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। তবে কখন ও কোথা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে তা নিশ্চিত করেননি ওসি মো. মেহেদী হাসান।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category