শনিবার, ১০ মে ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম বায়ান্নর বাংলাদেশ*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।Bayanarbangladesh@gmail.com
প্রেক্ষাগৃহে আসছে নয়া মানুষ
/ ১০৯ Time View
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৩:২৭ অপরাহ্ন

প্রকৃতির খেয়ালিপনার মাঝে সংগ্রামী জীবনযাত্রার গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘নয়া মানুষ’। সোহেল রানা বয়াতি তার প্রথম সিনেমাটি নির্মাণ করেছেন আ. মা. ম. হাসানুজ্জামানের জনপ্রিয় গল্প ‘বেদনার বালুচরে’ অবলম্বনে, চিত্রনাট্য করেছেন মাসুম রেজা। ২০২২ সালের অক্টোবরে শুটিং শুরু হলেও সুপার সাইক্লোন সিত্রাংয়ের আঘাতে শুটিং সেট বিপর্যস্ত হওয়ায় কাজ থেমে যায়। পরবর্তীতে ২০২৩ সালের এপ্রিলে শুটিং পুনরায় শুরু হয়ে ১২ এপ্রিল চিত্রগ্রহণ শেষ হয়। দীর্ঘ পোস্ট-প্রোডাকশন শেষে চলচ্চিত্রটি সম্প্রতি আনকাট মুক্তির অনুমতি পেয়েছে। বোর্ড সদস্যরা সিনেমার প্রশংসা করেছেন। চলতি বছরই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানান নির্মাতা।

জি-সিরিজ ও নান্দনিক ফিল্মস প্রযোজিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও মৌসুমী হামিদ। বয়াতি বলেন, ‘প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা ছবিটি আনকাট মুক্তির অনুমতি পেয়েছি, যা একটি বড় প্রাপ্তি।’ সিনেমায় মৌসুমী হামিদ চরিত্র সুজলা সম্পর্কে বলেন, ‘চরের মানুষের কষ্টের জীবনকে তুলে ধরতে আমরা প্রচুর পরিশ্রম করেছি। আশা করি, এটি সব শ্রেণির দর্শকের মনে নাড়া দেবে।’ চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন কমল চন্দ্র দাস। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিশুশিল্পী ঊষশী প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category