জামায়াতের নিবন্ধন অবৈধ প্রশ্নে ফের আপিল শুনানি পেছাল

জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ প্রশ্নে ফের আপিল শুনানি পিছিয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।
মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
জামায়াতে ইসলামীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এহসান এ সিদ্দিক ও আইনজীবী শিশির মনির। ইসির পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম। এর আগে গত ৩ ডিসেম্বর আপিলের ওপর শুনানি শুরু হয়।
২০২৩ সালের ১৯ নভেম্বর আপিল মামলাটি খারিজ (আইনজীবী হাজির না থাকায়) করে দেয়। এরপর আপিলটি পুনরুজ্জীবনের জন্য আবেদন করা হয়।
গত ২২ অক্টোবর আদালত বিলম্ব মার্জনা করে আপিলটি শুনানির জন্য রিস্টোর করেছেন। অর্থাৎ পুনরুজ্জীবন করেছেন। ওইদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এহসান আব্দুল্লাহ সিদ্দিক ও শিশির মনির।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category