শনিবার, ১০ মে ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম বায়ান্নর বাংলাদেশ*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।Bayanarbangladesh@gmail.com
আমরা আবার লড়াই করব: উপদেষ্টা মাহফুজ
/ ৪৬ Time View
শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

আওয়ামী লীগ আবারও যদি দিল্লির কোলে আশ্রয় নিয়ে চোখ রাঙাতে চায়, তবে আবারও লড়াই করবেন বলে জানালেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আজ শনিবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘আমরা কোনো রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। আমরা ছাত্র-জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। আমাদের কারও তাঁবেদারি করার দরকার নেই। হাসিনার তাঁবেদারি করার যে প্রক্রিয়া সেটিকে নস্যাৎ করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি। আমরা কারও কাছে আর মাথা নত করব না।’

তিনি বলেন, ‘দেশে সেনাশাসক আসার কোনো প্রেক্ষিত নেই। আমরা ওয়ান/ইলেভেন চাই না, এ নিয়ে মিছে ভয় পাওয়ার কিছু নেই। ‘

দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, ‘আসুন বাংলাদেশ পন্থার মধ্য দিয়ে আমরা যারা ফ্যাসিবাদবিরোধী শক্তি আছি, ঐক্যবদ্ধ হই। সংস্কারগুলো করার জন্য সরকারকে সহযোগিতা করুন।’

মাহফুজ আলম বলেন, ‘আওয়ামী লীগ আবারও যদি দিল্লির কোলে আশ্রয় নিয়ে আমাদের দিকে চোখ রাঙাতে চায়, আমরা বসে থাকব না। শহিদদের পথ অনুসরণ করে আমরা শাহাদতের পথ বেছে নেব। আমরা আবার লড়াই করব। আমরা শুধু আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনব্যবস্থা উৎখাত করে সন্তুষ্ট নই, বরং আওয়ামী লীগ ফ্যাসিজমের যত বৈশিষ্ট্য বিভিন্ন প্রান্তে, প্রশাসনে, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে রয়ে গেছে, তাদেরও আমরা বিচারের আওতায় আনব।’

অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, ‘অনেকগুলো কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করেন। শিগগির রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কার না করলেই নয়, নির্বাচনের আগে সে সব সংস্কার করতে চাই।’

রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সহসভাপতি জাকির হোসেন ও হেফাজত ইসলাম বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category